দেওপাড়া ইউনিয়নের নির্বাচনে আলোচনায় বেলাল উদ্দিন সোহেল

তানার প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন নির্বাচনের ঢের বাঁকি এখানো ঘোষণা হয়নি তফসিল তার পরেও বইছে নির্বাচনের আগাম হাওয়া জমে উঠেছে আলোচনা। এদিকে আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র চেয়ারম্যান পদ ঘিরেই আর্বতিত হচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কে সেটিই মুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান আকতার স্থানীয় সাংসদের সঙ্গে বিরোধে জড়িয়ে অনেক আগেই বিতর্কিত ও দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের দলীয় এমনকি জাতীয় কোনো কর্মসুচিতে অংশগ্রহণ না করায় অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়ে তৃণমুলে বিভ্রান্তি ছড়িয়েছে। এছাড়াও একদিকে এমপির বিরোধীতা ও পৃথক বলয় সৃস্টির নামে দলীয়কোন্দল সৃস্টির অভিযোগে তৃণমুলের নেতাকর্মীরা অনেক আগেই তাকে ত্যাগ করেছে, অন্যদিকে সিনিয়র নেতাকর্মীরাও তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে,এতে তার মনোনয়ন পাওয়া তো পরের কথা দলে টিকে থাকায় তার জন্য কঠিন হয়ে পড়েছে। আর এই সুযোগে তরুণ নেতৃত্ব বেলাল উদ্দিন সোহেল স্থানীয় সাংসদ ও দলের নেতাকর্মীদের গভীর সখ্যতা গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেছেন।
ফলে দেওপাড়া ইউপিতে আকতারুজ্জামানের বিকল্প নেতৃত্ব হিসেবে বেলাল উদ্দিন সোহেল ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। এসব বিবেচনায় তিনিই পাচ্ছেন নৌকার টিকেট এটা প্রায় নিশ্চিত।
জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরা করোনা দুর্যোগে এলাকায় মানবিক ও খাদ্য সহায়তা বিতরণ, এলাকার উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ে আর্থিক অনুদান প্রদান, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে আলোচনায় উঠে আশা ও ভোটারদের দৃস্টি আকর্ষণের চেস্টা করছে।
এদিকে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন আর্দশিক, তরুণ নেতৃত্ব, প্রসিদ্ধ ব্যবসায়ী ও বিশিস্ট সমাজ সেবক গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক,পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বগুন ইত্যাদি প্রয়োজন সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী সোহেল। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে সোহেল অন্যদের থেকে যোজন যোজন দুরুত্বে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হলে তার বিজয় প্রায় নিশ্চিত।
আরও খবর
- রাজশাহী রাজশাহীর কোর্ট স্টেশনে ড্রাইভারকে কুপিয়ে জখম
- সংসদে মমতাজের গান গাওয়া নিয়ে সমালোচনা
- ২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!
- যশকে প্রকাশ্য চুম্বন করলেন নুসরাত
- সমুদ্রপথে আতঙ্কে অসুস্থ টাইগাররা
- নূপুর শর্মাকে পুরো দেশের কাছে ক্ষমা চাইতে হবে : ভারতের সুপ্রিম কোর্ট
- দিনে গাড়ি চালিয়ে রাতে ডাকাতি
- প্রথম দিনে তিন ঘণ্টাতেই শেষ ট্রেনের টিকিট, যাত্রীদের ক্ষোভ
- স্বামীর গলায় ছুরি!
- রাজশাহীতে আবার করোনা সংক্রমণ উর্ধ্বমুখি
- ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করার উপায় কী?
- ২০০ সন্তান নিয়ে কেমন আছেন শামসুদ্দিন?
- রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলেন শিবিরকর্মী মাহদি
- বাগমারায় ঘন্টায় মিলছে বাড়িভাড়া ঘটছে অপকর্ম
- পবা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত