চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পাঠাগারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ৭ সদস্যের মধ্যে আরো রয়েছে, মো. জিয়াউল হক মুকুট, মো. আমির হোসেন, আবু সুফিয়ান, মো. মাহমুদুর রহমান রোমান, মো. আব্দুর রাকিব। এ তথ্য নিশ্চিত করেছেন, প্রধান নির্বাচন কমিশনার মো. সালামোত হোসেন। উল্লেখ্য, আগামী ৩ বছরের জন্য এই ইউনিটের নেতৃত্বে জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে।