শনিবার

৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭ বাঘায় ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ : এমপি এনামুল সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঃ লিটন পুঠিয়ায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ মান্দায় আত্রাই নদীর বাঁধে ভাঙন মহাদেবপুরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত স্যাংশন নিয়ে আ’লীগের একটা পশমও ছেড়া যাবে না : লিটন গোদাগাড়ীতে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে ছিনতাইয়ে বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে এক গরু ব্যবসায়ীকে হত্যা!

Reporter Name
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

এফএনএস : রংপুরের মিঠাপুকুরে ছিনতাইয়ে বাধা দেয়ায় মাইক্রোবাসে চাপা দিয়ে সাদেক বাদশা (৪৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার ভোরে রংপুর নগরীর তাজহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর মিডিয়া কর্মকর্তা খন্দকার গোলাম মোর্ত্তুজা।

তিনি জানান, রংপুর মহানগরীর তাজহাট থানার তাজহাট বায়তুলহুদা জামে মসজিদের দক্ষিণে ফরিদা কালামের (প্যানেল মেয়র) ভাড়া বাড়িতে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন সদস্য অবস্থান করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর একটি বিশেষ আভিযানিক দল গত শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-কুড়িগ্রামের রাজারহাট থানাধীন বালাকান্দি গ্রামের হামিদ মণ্ডলের ছেলে প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়ক মেহেদী হাসান শিলু (২৪), একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান আপেল (২৬), কুড়িগ্রাম সদরের নয়াগ্রাম (চামড়াগোলা) এলাকার রবিউল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম ভুট্টো (৩০) এবং রাজারহাটের পান্থাপাড়া গ্রামের পবিত্র রায়ের ছেলে স্মরণ রায় (২০)। অভিযানকালে ওই বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, আটটি মোবাইল ফোন ও ২৯টি সিমকার্ড উদ্ধার করেছে র‌্যাব।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মিডিয়া কর্মকর্তা। প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী লালমনিরহাটের বড়বাড়ি হাটে গরু বিক্রি করে তারা নিজেদের গ্রাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় ফিরছিলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ-বলদীপুকুর সড়কের মধ্যবর্তী সিএনজি পাম্প সংলগ্ন স্থানে মাইক্রোবাসে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতি রোধ করেন।

এসময় তারা মাইক্রোবাস থেকে নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের পরিচয় ও কাগজপত্র যাচাই করতে থাকেন। একপর্যায়ে তিনজনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা কেড়ে নিয়ে তারা চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করেন। এ সময় দুষ্কতকারীরা সাদেক বাদশা নামের এক গরু ব্যবসায়ীকে চাপা দিয়ে পালিয়ে যান।

পরে সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। ঘটনার চারদিন পর গত ২৯ নভেম্বর মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ বেতগাড়া হাফিজিয়া মাদরাসার মাঠ থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাইক্রোবাসের সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধান পায় র‌্যাব।


আরোও অন্যান্য খবর
Paris