মোস্তাফিজের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগে খুশি শরিফুল

এফএনএস : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুল ইসলাম। প্রতিভাবান এই পেসার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে। সেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন মোস্তাফিজুর রহমানকে। দুই প্রান্ত থেকে এই দুই পেসার প্রতিপক্ষকে চেপে ধরছেন নিয়মিতই। দল হিসেবে তাই তো চট্টগ্রাম চার ম্যাচের চারটিতে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
জাতীয় দলের পেসার মোস্তাফিজের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ১৯ বছর বয়সী পেসার, ‘মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বোলিং করাটা খুবই উপভোগ করছি। উনি সবসময়ই প্রতি ওভারে যাওয়ার আগে কিংবা অনেক সময় প্রতি বলের আগে আমাকে ভালো পরামর্শ দেন। দুইজনের মধ্যেই ভালো একটা কম্পিটিশন চলছে।
ওনার সাথে সব কিছু শেয়ার করা যায়, উনি সবকিছু বলেন। কোন পরিস্থিতিতে কিভাবে বোলিং করতে হবে সেগুলো জানতে পারছি। সবমিলিয়ে দারুণ লাগে অনেক সঙ্গে বোলিং করতে।’ চট্টগ্রামের জার্সিতে দুর্দান্ত বোলিং করে চলছেন শরিফুল। বিশেষ করে নতুন বলে বোলিং করে শুরুতেই ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছেন। টুর্নামেন্টের চার ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন। নিজের বোলিংয়ের ব্যাপারে শরিফুল বলেছেন, ‘নতুন বলে বল করা খুবই উপভোগ করছি। কারণ সব পেস বোলারই চায় নতুন বলে বল করতে।
এ ছাড়া পেস বোলাররা আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করে। আমি নতুন বলে সেই সুযোগটা পাচ্ছি বলে ভালো অনুভূতি হচ্ছে।’ এ বছরের শুরুর দিকে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ডানহাতি এই পেসারের আগ্রাসন দেখেছে ক্রিকেট বিশ্ব। পেসারদের আগ্রাসী মনোভাব ম্যাচে প্রভাব ফেলে বলে মনে করেন শরিফুল, ‘আক্রমণাত্মক ভাবটা ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলে। আমার এ অভ্যাসটা ছোটবেলা থেকে এমনিতেই চলে এসেছে। এর জন্য বিশেষ কোনও পরিকল্পনা থাকে না।’
আরও খবর
- আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করার ঘোষণা ১৪ দলের
- রঘুনাথ মন্দিরে রামনবমীর পুজোয় ভক্তদের ঢল
- গোদাগাড়ীতে ছদ্মবেশী শফি ৭৬ লাখ টাকার হেরোইনসহ আটক
- নগরীতে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই
- মিলেমিশে কাজ করতে রাজশাহী নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নওগাঁর জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ১১ সদস্য ক্লোজড, যুগ্মসচিব এনামুলের বিরুদ্ধে তদন্ত শুরু
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় : তথ্যমন্ত্রী
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলা মুক্ত সেবা দানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ