মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান আলী শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। সোলাইমান আলী শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় জানাযা শেষে গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। আ’লীগ নেতা সোলাইমান আলী শাহ’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।