মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে নতুন করে গনিপুর ইউনিয়ন ছাত্রলীগের চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম স্বাক্ষরিত প্যাডে (৪ ডিসেম্বর শক্রবার) এই কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে মেহেদী হাসান খন্দকারকে আহ্বায়ক, আশিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং রবিউল ইসলাম রনি ও জিয়াউর রহমানকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে গনিপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির গঠনের আহ্বান জানানো হয়েছে।