প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যাপক ও সাপাহার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহানগরীর উপশহর নিবাসী মো. আবুল হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার দুপুর ১টায় উপশহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন মো. আবুল হুসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব উপশহর মারকাজ মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।