শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাঘা পৌর মেয়রের পিতা আর নেই

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বাঘা : না ফেরার দেশে চলে গেলেন বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাকের পিতা বাঘার প্রবীণ ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব হাসমতুল্লাহ (ইন্নালিল্লাহি…….রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার বলিহার গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৭ বছর। তিনি প্রয়াত মছারতুল্লাহর ছেলে। মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর তৃতীয় ছেলে আব্দুর রাজ্জাক বাঘা পৌর সভার বর্তমান মেয়র। শুক্রবার বিকেল ৩টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গসহ হাজারও মানুষ অংশগ্রহন করেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বয়েজুল ইসলাম খান, বর্তমান চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দীন লাভলু, চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris