এফএনএস : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গতকাল শুক্রবার নুরুল ইসলাম নাহিদ নিজেই তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

করোনার লক্ষণ অনুভূত হলে গত বৃহস্পতিবার তিনি নমুনা পরীক্ষা করান। গতকাল শুক্রবার তিনি জানতে পারেন তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এখন তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি মোটামুটি সুস্থ আছি, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।