রাজশাহীতে মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র লিটন

প্রেস বিজ্ঞপ্তি : মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শুক্রবার বিকেলে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁয়রা উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র। এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টুর্নামেন্টির আয়োজন করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে যে কেউ টেনিসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে-এটা আমরা আশা করতেই পারি। টেনিস খেলার পরিধি বৃদ্ধি করতে সকলের আলোচনা করে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের উন্নয়ন করা যেতে পারে।
মেয়র আরো বলেন, রাজশাহীতে ৫ তারকা হোটেল না থাকায় আন্তর্জাতিক কোন খেলা অনুষ্ঠিত হয় না। আগামী ১/২ বছরে মধ্যে রাজশাহীতে ৩ তারকা তিনটি, ৪ তারকা একটি সহ পাঁচ তারকাও হোটেল নির্মিত হবে আশা করছি। তাহলে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনসহ পর্যটনেও রাজশাহী এগিয়ে থাকবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মইনুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।
স্বাগত বক্তব্য দেন এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, টুর্নামেন্টে ৯টি দলের ৯২জন খেলোয়াড় অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে, ঢাকা অফিসার্স ক্লাব, উত্তরা ক্লাব, খুলনা ও যশোর ক্যান্টনমেন্ট, মাদারীপুর, জামালপুর, ঝালকাঠি, নওগাঁ ও রাজশাহী। অর্নুধ্ব ১২, ১৪, ১৬, ১৮ ক্যাটাগরিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা