তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে পৌর আ.লীগের উদ্যোগে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় ১২জন প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর গোল্লাপাড়া বাজারস্থ্য আ.লীগ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন তানোর পৌর আ.লীগ সভাপতি ইমরুল হক।
তানোর পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত সকলের মধ্যে থেকে মনোনয়ন প্রত্যাশী নেতা-কর্মিদের প্রার্থী হওয়ার জন্য উচ্ছে প্রকাশের জন্য উন্মুক্ত ঘোষনা করা হয়।
এসময় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, আ.লীগ নেতা আবুল বাশার সুজন, তানোর পৌর আ.লীগ সভাপতি ইমরুল হক, তানোর পৌর আ.লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল আহাদ মন্ডল, তানোর পৌর আ.লীগ সাংগঠনিক সম্পাদক ওয়াজির হোসেন প্রতাব সরকার, তানোর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আরব আলী, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবাল হোসেন মোল্লা, তানোর পৌল যুবলীগ সাধারণ সম্পাদক ওহাব হোসেন সরদার, রাজশাহী জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আল হাসানুল কবির রবিন সরকার, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কুমার ঘোষ।