এফএনএস : মার্কিন নাগরিকদের আস্থা তৈরি করতে ক্যামেরার সামনে করোনার ভ্যাকসিন নেবেন তিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের অনুমোদন আসলেই সচেতনতা কর্মসূচি শুরু করবেন তিন সাবেক প্রেসিডেন্ট।
এর অংশ হিসেবে নিরাপদ ও কার্যকর প্রমাণে তারা প্রকাশ্যে ভ্যাকসিনটি নেবেন। ওবামা এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর মনে করলে তিনি তা নেবেন।
এদিকে বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড জানান, ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিলেই ক্যামেরার সামনে ভ্যাকসিন নেবেন সাবেক প্রেসিডেন্ট বুশ। আর ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টিভিতে প্রকাশ্যে ভ্যাকসিন নিতে রাজি আছেন ক্লিনটন।