বুধবার

১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ

Paris
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক ভাবে ভিক্ষকরা যেন জীবন পরিচালনা করতে পারে সে জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সরকার।

সেই কর্মসূচীর আওতায় বাগমারা উপজেলার বিভিন্ন এলাকার ২৬ জন নারী-পুরুষের ভিক্ষুকের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সহযোগিতায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ভিক্ষুকদের মাঝে গাভীগুলো বিতরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয় আজাহার আলী প্রমুখ। জানা গেছে, ৬ লাখ ৯৩ হাজার টাকায় ২৬টি গাভী ক্রয় করে তা ৫ জন নারী ও ২১ জন পুরুষ ভিক্ষুকের মাঝে বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris