স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক। সভায় ১৬ জানুয়ারী ২য় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র পদে প্রার্থী বাছাই করে নামে কেন্দ্রীয় আওয়ামীলীগের বরাবর প্রেরণে লক্ষ্যে গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা ডাকা হয় বলে জানা যায়।