স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা থানার পুলিশ ৫দিনে মাদক উদ্ধার-সহ মোট ১২০ জন আসামীকে গ্রেফতার করে। এর মধ্যে রিকলে নিস্পত্তি দেখিয়ে মুক্তি পেয়েছে ৭৭ জন আসামী। বাঁকিদের মধ্যে ৭ জন সাজাপ্রাপ্ত ৩১ জন গ্রেফতারী পরোয়ানা এবং ৫ জন নিয়মিত মামলার আসামী বলে জানা গেছে।
বাঘা থানা সুত্রে জানা গেছে, নভেম্বর মাসের ২৬ থেকে ৩০ নাভেম্বর পর্যন্ত বাঘা থানা পুলিশ বেশ কিছু মাদক উদ্ধার করেছে। একই সাথে অত্র এলাকার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ১২০ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করে।
এর মধ্যে রিকলে নিস্পত্তি দেখিয়ে মুক্তি দেয়া হয়েছে ৭৭ জনকে। ৪৩ জনকে আদালতের সোপর্দ করা হয়েছে। এর মধ্যে ৭ জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। এরা হলো- আড়ানী চকর পাড়া গ্রামের মাসুদ রানা, কলিগ্রাম এলাকার রফিকুল ইসলাম, কিশোরপুর গ্রামের কদর আলী, আড়ানী চকর পাড়া গ্রামের লালন উদ্দিন, দক্ষিন মিলিকবাঘা গ্রামের মাহাবুর রহমান ও নারায়নপুর গ্রামের সাধিন মিঞা।