ধামইরহাট সংবাদদাতা : নওগঁাঁর ধামইরহাটে এক কৃষকের খড়ের গাদা আগুনে পুড়ে গেছে। জানা গেছে,গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকইলাম গ্রামের কৃষক মো.আব্দুল জোব্বারের খলিয়ানের খড়ের গাদায় কে বা কারা আগুন দেয়।
আগুনের লেলিহান শিখা দেখার সাথে সাথে পত্নীতলা ফায়ার সার্ভিককে খবর দেয়া হয়। পত্নীতলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.রায়হান ইসলামের নেতৃত্বে ফায়ায় সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে কৃষক আব্দুল জব্বারের প্রায় আড়াই একর জমির খড় পুড়ে যায়। প্রায় ২০-২৫ হাজার টাকার তিনি ক্ষতির সম্মুখিন হন।
মো.আব্দু জব্বার ওই এলাকার মৃত বছির মন্ডলের ছেলে। ব্যাপারে ছিফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রায়হান ইসলাম বলেন, বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ থেকে এ আগুনের সূত্রপাত হতে পানে।