স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমে দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর থানার ওসি হাশমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সন্মানিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ধর্ম বিষয়ক উপদেষ্টা ইআরইউ (আর্লি রেস্পন্স ইউনিট) এস.এ. মাহমুদ, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।