চাঁপাই পৌরসভায় দলীয় মনোনয়ন পেতে ৯ আ’লীগ নেতার আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন ৯ জন। চাঁপাইনবাবগঞ্জ পৌর আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর এসব আবেদন করেন প্রার্থীরা। গত মঙ্গলবার ও জমা দেবার শেষ দিন গত বুধবার রাত পর্যন্ত আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ৯ জন আবেদনপত্র জমা দিয়েছেন।
৯ জন হলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সহকারী কৌশুলী অ্যাড. মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গ্রামীণ ট্র্যাভেলসের চেয়ারম্যান ধান-চাল ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমান, পৌর আওয়ামী লীগেরসহ-সভাপতি ও নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা কৃষক লীগের সভাপতি ও অ্যাড. আব্দুস সালাম বকুল, জেলা পরিষদ সদস্য ও কৃষক লীগ নেতা আব্দুল হাকিম, মানবিক বাংলাদেশ সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা ডা. মুন্সি নজরুল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আরিফুর রেজা ইমন।
পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অঙ্কুর জোবায়ের এই প্রতিবেদককে জানান, আবেদনপত্র জমা দেয়ার শেষদিন বুধবার রাত পর্যন্ত ৯ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান জানান, চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় নির্দেশনায় মেয়র পদে মনোনয়ন পেতে পৌর আ.লীগের নিকট প্রার্থী হতে ইচ্ছুকরা আবেদনপত্র জমা দিয়েছে। আমরা জেলা আওয়ামীলীগ বরাবর এসব আবেদনপত্র পৌঁছে দেব। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সেগুলো পর্যবেক্ষণ করে কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র জাচাই বাছাই শেষে যাকে বিবেচনা করবেন তাকেই নৌকা প্রতীকের দলীয় প্রার্থী নির্বাচিত করা হবে।
আরও খবর
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় : তথ্যমন্ত্রী
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলা মুক্ত সেবা দানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
- বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী জেলা পরিষদ
- মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার
- পবায় পুকুর সংস্কারে চাঁদা দিতে অস্বীকার করায় থানায় অভিযোগ
- নওগাঁয় ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন
- সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় রাবিসাসের উদ্বেগ
- মানবতার ফেরিওয়ালা আহসান হাবীব