চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উৎযাপন উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে ভিডিও কনফারেন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল বৃহস্পতিবার সকালে ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। ভিডিও কনফারেন্সে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, জেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে দেশের উন্নয়নের অংশীদার করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।