প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব ও সেচ্ছাসেবকদের মাঝে স্বাস্থ্য বীমার কার্ড বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়ুথ সদস্যদের মাঝে স্বাস্থ্য বীমার কার্ড বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

কোভিড-১৯ এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের যুব ও সেচ্ছাসেবকবৃন্দ ঝুকি নিয়ে জীবানুনাশক, জনসচেতনতামূলক মাইকিং, মাস্ক ও সাবান বিতরণ করছে। যুব ও সেচ্ছাসেবকদের ঝুকির বিষয়টি বিবেচনায় রেখে এই স্বাস্থ্যবীমা উদ্যোগ নেয় হয়। ৩০ জন যুব ও সেচ্ছাসেবকদের হাতে কার্ড তুলেদেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পদাক শফিকুজ্জামান শফিক, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ মাহমুদ হোসেন ও সামাউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিট অফিসার বাকি বিল্লাহ ও যুব প্রধান অর্চি।