মঙ্গলবার

২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

মান্দায় সম্মেলনকে ঘিরে আ’লীগের মতবিনিময় সভা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা চত্বরে অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহসভাপতি নাজিম উদ্দিন মন্ডল ও আব্দুল লতিফ শেখ, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, সদস্য প্রবীণ কুমার দাস প্রমুখ।

সভায় উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর আগামি ১৭ ডিসেম্বর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মিদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris