ভ্যানচালক শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এফএনএস : জামালপুরের শিশু শিক্ষার্থী ভ্যানচালক শম্পাদের পরিবারের যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার ডিসি শম্পাদের বাড়ি গিয়ে বাবাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। এছাড়া এ দিনই প্রধানমন্ত্রীর নির্দেশে এ পরিবারের পাকা ঘর তৈরির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। জামালপুর জেলার ডিসি মোহাম্মদ এনামুল হক বলেন, গণমাধ্যমে প্রকাশিত বাবার চিকিৎসার জন্য শিশু শম্পার ভ্যান চালানোর সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে।
১০ বছর বয়সের শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নাকাটি গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দুই মেয়ের মধ্যে ছোট সে। কয়েক বছর আগে শফিকুলের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। শফিকুল আগে ভ্যান চালাতেন। পাঁচ বছর আগে জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তার এক পা ভেঙে যায়। পরিবারের প্রায় সবকিছু বিক্রি করে প্রায় সাত লাখ টাকা খরচ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও তার পা ভালো হয়নি। ফলে ঘরে পড়ে আছেন শফিকুল।

তাই বাবার ওষুধের টাকাসহ অভাবের সংসারের হাল ধরতে দেড় বছর আগে ভ্যান চালানো শুরু করে ছোট্ট শিশু শম্পা। এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। সেই খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গত সোমবার সকালে জামালপুর জেলার ডিসি মোহাম্মদ এনামুল হক শম্পাদের বাড়িতে খোঁজ নিতে যান। ওইদিনই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শম্পাদের পরিস্থিতি জানিয়ে একটি প্রতিবেদন পাঠান।
এরপর গতকাল বুধবার সকালে প্রধামন্ত্রীর নির্দেশে ডিসি ফের শম্পাদের বাড়িতে গিয়ে শফিকুলকে ঢাকায় পাঠানোর সময় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে শফিকুলের চিকিৎসা হবে। শম্পাদের জন্য একটি পাকা ঘর তৈরি করে দিতে নির্মাণ কাজ উদ্বোধন করেন ডিসি। এছাড়াও প্রধানমন্ত্রী শিশু শম্পার লেখাপড়াসহ পরিবারটিকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন তাই করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
আরও খবর
- আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হলো রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী
- যৌথভাবে সমুদ্র সম্পদ কাজে লাগাতে প্রস্তুত বাংলাদেশ
- কাল স্কুল, পরশু থেকে কলেজে ঈদের ছুটি
- বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫
- চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে ৬ জুলাই
- বাঘায় এক ব্যবসায়ীর জরিমানা
- জুনে ৩১১০ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০৪৭ জনের
- দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৭
- রাজশাহী নগরীতে রথযাত্রার উদ্বোধন
- পবায় পল্লী উন্নয়ন ক্ষুদ্র উদ্যোক্তা সদস্যদের মাঝে চেক বিতরণ
- সুনামগঞ্জে বন্যা কবলিত ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ
- বুয়েটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
- যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করতে চায় তাদের বর্জন করুন : তথ্যমন্ত্রী
- ন্যাটো প্রসঙ্গে যা বললেন পুতিন