নিজ মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা

এফএনএস : সফরকারী ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মালানের ব্যাটিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা। গতরাতে কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে তিন ম্যাচের ৩-০ ব্যবধানে জিতেছে ইংলিশরা। প্রথম দুই টি-টুয়েন্টি ম্যাচ যথাক্রমে ৫ ও ৪ উইকেটে জিতেছিলো ইয়োইন মরগানের দল।
হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের উপরের সারির তিন ব্যাটস্যানকে বড় ইনিংস খেলতে দেননি ইংল্যান্ডের দুই পেসার বেন স্টোকস ও ক্রিস জর্ডান। তেম্বা বাভুমা ৩২ ও রেজা হেনড্রিক্স ১৩ রান করে স্টোকসের শিকার হন। জর্ডানের বলে ১৭ রানে থামেন অধিনায়ক কুইন্টন ডি কক। একপর্যায়ে ৬৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সতীর্থরা না পারলেও, এরপর বড় জুটি গড়ার চেষ্টা করে সফল হন সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ও ভ্যান ডার ডুসেন। ব্যাট হাতে মারমুখী মেজাজে ছিলেন ডুসেন।
২৩ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ডুসেন। ডুসেনের সাথে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১০ম হাফ-সেঞ্চুরি তুলে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ডু-প্লেসিসও। চতুর্থ উইকেটে ডু-প্লেসিস-ডুসেনের ৬৪ বলে অবিচ্ছিন্ন ১২৭ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ডুসেন ৩২ বলে ৫টি করে চার-ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫২ রান করেন ডু-প্লেসিস।
ইংল্যান্ডের স্টোকস ২৬ রানে ২ উইকেট নেন। ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ ওভারে ধাক্কা খায় ইংল্যান্ড। ওপেনার জেসন রয় ১৬ রানে বিদায় নেন।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা