স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছে। এই ঘটনায় দূর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার যুগিশো হিন্দু পাড়া গ্রামের সাইদুর রহমানের পুত্র মানসিক ভারসাম্যহীন যুবক এরশাদ আলী (৩০) নিজের শয়নকক্ষে তীরের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে মৃতদেহটি ঝুলতে দেখে পরিবারের সদস্যরা ইউপি সদস্যের সহযোগিতায় দূর্গাপুর থানায় খবর দিলে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই রইছ উদ্দিন হাজারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলে। সুরতহাল রিপোর্ট শেষে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মৃতের পরিবার থেকে লাশ দাফনের জন্য আবেদন করলে দাফনের সিদ্ধান্ত হয়।