সাকিব তৃতীয় সেরা হলেন

এফএনএস : এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে ঠিকই ছন্দে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জেমকন খুলনার হয়ে বোলিংয়ে মোটামুটি ভালোই করছেন।
সোমবার সেই বোলিং দিয়ে সাকিব একটি মাইলফলকও ছুঁয়েছেন। কুড়ি ওভারের ক্রিকেটে ডট বল পাওয়া যে কোন বোলারের জন্যই কৃতিত্বের। সেখানে মেডেন ওভার পাওয়াটা আরও দারুণ কিছু। ঢাকার বিপক্ষে সাকিব টানা দুই ওভার মেডেন নিয়ে ছুঁয়েছেন স্যামুয়েল বদ্রিকে। আর তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন নেওয়া বোলারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে। অথচ ঢাকার বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন নেওয়াদের তালিকায় সাকিব ছিলেন পাঁচ নম্বরে।
সোমবার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। মেডেন ওভারের পাশাপাশি তুলে নেন ঢাকার ওপেনার নাইম শেখের উইকেট। এরপর পঞ্চম ওভারের সময় বোলিংয়ে এসেও মেডেন নিয়েছেন। এই দুই মেডেনসহ টি-টোয়েন্টি ফরম্যাটে তার মেডেন সংখ্যাটা এখন ২১।
সাকিবের সাথে সমান সংখ্যক ২১ মেডেন নিয়ে দুই নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার স্যামুয়েল বদ্রি। ২৪ মেডেন নিয়ে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান আরেক স্পিনার সুনিল নারিন। ২০ মেডেন নিয়ে যথাক্রমে চার নম্বরে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান এবং পাঁচে আছেন ভারতীয় বোলার প্রবীন কুমার। তার মেডেন ওভারের সংখ্যা ১৯টি।
আরও খবর
- আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না : শেখ হাসিনা
- রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ হলেন ভারতীয় অতিথিরা
- রাজশাহীতে ওহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- চিত্রনায়িকা মাহিয়া মাহি ঘটনার নেপথ্যে কী?
- পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের
- চীনের প্রেসিডেন্ট রাশিয়া পৌঁছেছেন
- বক্সিংয়ে বাংলাদেশি বংশোদ্ভূত রুকসানা
- রেকর্ড ছুঁলেন লিটন, সাত হাজারী ক্লাবে মুশফিক
- পাঁচ টাকার জন্য..
- ‘রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিলেও ১৯৭১ সালের গণহত্যাকে কেন নয়’
- ঝড়-বৃষ্টির প্রবণতা তিনদিনের মধ্যে কমতে পারে
- বাকিতে পণ্য আমদানি বাড়ছে
- ইভিএম নিয়ে আমরা অন্ধকারে : ইসি
- প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন কারাগারে
- নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু