শনিবার

৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭ বাঘায় ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ : এমপি এনামুল সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঃ লিটন পুঠিয়ায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ মান্দায় আত্রাই নদীর বাঁধে ভাঙন মহাদেবপুরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত স্যাংশন নিয়ে আ’লীগের একটা পশমও ছেড়া যাবে না : লিটন গোদাগাড়ীতে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মুজিববর্ষে দুর্যোগ সহনীয় ঘর পাবেন চারঘাটের ১৫ পরিবার

Reporter Name
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
মুজিববর্ষে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ হবে চারঘাটে-প্রতিনিধি

চারঘাট প্রতিনিধি : আফসার আলী। পেশায় একজন দিনমজুর। নিজের নেই কোনও জায়গা, থাকেন কুঁঁড়েঘরে। তবে সপ্ন দেখতেন পরিবার নিয়ে ইটের ঘরে থাকবেন। প্রধানমন্ত্রী পুরণ করছে এই দিনমুজুরের সপ্ন। শুরু হয়েছে বাসগৃহ নির্মান। শুধু আফসার আলী নয়, তার মত রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই হবে দালান বাসগৃহে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ জানান, ২০২০-২১ অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় আধুনিক বাসগৃহ নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৫ পরিবারকে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি বাসগৃহের প্রাক্কলিত মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা। কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশা ভ্যানচালকসহ বিভিন্ন অস্বচ্ছল পরিবার পেয়েছে এই দুর্যোগ সহনীয় বাসগৃহ। চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সার্বিক তত্ত্বাবধানে এ বাসগৃহ গুলো নির্মাণ করা হবে। প্রতিটি গৃহে দু’টি কক্ষ, বারান্দা, একটি রান্নাঘর, একটি করিডরসহ রয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় এ বাসগৃহ নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা। চারঘাট ইউনিয়নের বেলতলী গ্রামের একটি বাসগৃহের কাজ শুরুর মাধ্যমে দুর্যোগ সহনীয় আধুনিক বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বাসগৃহ নির্মান কাজের উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানুষের কল্যাণমূখী চিন্তার বাস্তবায়ন হচ্ছে এ প্রকল্প। চারঘাটে আর একটি মানুষও গৃহহীন থাকবেনা। সে লক্ষেই কাজ করছেন বর্তমান সরকার।

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিশেষ উদ্যোগ। দেশের কোনো মানুষ যেন বাস্তুহারা না থাকে সেই লক্ষ্যে কাজ করছেন তিনি (প্রধানমন্ত্রী)। এর অংশীদার হতে পেরে আমরাও খুশি। স্বাস্থ্যসম্মত পায়খানা ও রান্নাঘর সুবিধাসহ এসব বাড়ি বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত প্রতিরোধে সক্ষম।


আরোও অন্যান্য খবর
Paris