স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকার , উইকে এআইডি এবং ইউএনডিপি যৌথ আয়োজনে সেফ কমিউনিটি কমিটির ভূমিকা, দায়িত্ব, ক্রিয়াকলাপ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী। গতকাল মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভলাপমেন্ট শাখা সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসিও ইকোনমিক এ্যান্ড নিউট্রিশন অফিসার জুলফিকার আলী। চীপ কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার আজিজুর রহমান, কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার সিহাব চৌধুরী।
দৈনিক সানসাইন প্রতিকার মহাব্যবস্থাপক নুরুল হক, দৈনিক আমাদের রাজশাহীর ফটো সাংবাদিক সোহরাব হোসেন সৌরভ। অর্গানাইজার হোসনে আরা বেবী, আরজু খাতুন। এ ছাড়াও সেফ কমিটির সদস্য, সিডিসি ও ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রান্তিক জনগোষ্ঠীর চিহ্নিত করে সংগঠন তৈরিতে সহায়তা, পুষ্টি সহায়তা, দক্ষতা উন্নয়নে, লিডারশিপ দানে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধীকালনি কাউন্সিলিং, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, কারিগরী প্রশিক্ষণ দান ও শিক্ষা সহায়তা বিষয় আলোচনা করা হয়।