সামান্থার ডাকে সাড়া দিলেন না প্রভাস

এফএনএস : ‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস ও সামান্থা আক্কিনেনি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। এ দুই তারকার অসংখ্য ভক্ত রয়েছে। কিন্তু পর্দায় তাদেরকে কখনো রোমান্স করতে দেখা যায়নি। এবার অভিনেত্রী সামান্থা আক্কিনেনির ডাকেও সাড়া দিলেন না প্রভাস। কোনো চলচ্চিত্রের জন্য নয়, একটি টক শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন সামান্থা। কিন্তু প্রভাস তাতে রাজি হননি। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহা প্ল্যাটফর্মের জন্য আয়োজন করা হয়েছে ‘চিট-চ্যাট’ নামে টক শো। এটি উপস্থাপনা করছেন সামান্থা আক্কিনেনি।
এরইমধ্যে সামান্থার আমন্ত্রণে এই শোয়ে হাজির হয়েছিলেন মেগাস্টার চিরঞ্জীবি, বিজয়, রানা দাগ্গুবতী, নাগ অশ্বিন প্রমুখ। সামান্থা চাচ্ছিলেন পরবর্তী এপিসোডে প্রভাসকে অতিথি করতে। কিন্তু প্রভাস এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এর আগে প্রদীপ ম্যাশিরাজুর টক শোয়ে অংশ নিয়েছিলেন প্রভাস। সেই শোটি দারুণ উপভোগ করেছিলেন দর্শকরা। টক শো ‘কফি উইথ করন’-এ রানা দাগ্গুবতীর সঙ্গে হাজির হয়েছিলেন প্রভাস। কিন্তু সামান্থার শোয়ে কেন আসবেন না তা জানা যায়নি।
সামান্থা-প্রভাসের অগণিত ভক্ত থাকলেও তাদেরকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। গত বছর জোর গুঞ্জন উঠেছিল, ‘সাহো’ সিনেমার পর সামান্থার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রভাস। কিন্তু সর্বশেষ তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বড় পর্দায় একসঙ্গে হাজির না হওয়ার কারণ ব্যাখ্যা করে টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রভাসের উচ্চতা সামান্থার চেয়ে বেশি। শারীরিক উচ্চতার এই সমস্যার কারণে তারা জুটি বেঁধে অভিনয় করেন না। কিছুদিন আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করে ইতালি থেকে ভারতে ফিরেছেন প্রভাস। বেশ আগে ‘প্রভাস২১’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষে এ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু লকডাউনের সময়ে ‘আদিপুরুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করবেন তিনি। অন্যদিকে সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। বর্তমানে তামিল ভাষার দুটি সিনেমার কাজ সামান্থার হাতে রয়েছে।
আরও খবর
- সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ
- বগুড়া মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত আট
- ২ হাজার ৬০০ ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট দেবে সরকার
- আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করার ঘোষণা ১৪ দলের
- রঘুনাথ মন্দিরে রামনবমীর পুজোয় ভক্তদের ঢল
- গোদাগাড়ীতে ছদ্মবেশী শফি ৭৬ লাখ টাকার হেরোইনসহ আটক
- নগরীতে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই
- মিলেমিশে কাজ করতে রাজশাহী নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নওগাঁর জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ১১ সদস্য ক্লোজড, যুগ্মসচিব এনামুলের বিরুদ্ধে তদন্ত শুরু
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার