শুক্রবার

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জের আ’লীগ নেতা মুকুলকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

Paris
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আওয়ামীলীগ নেতা মুকুলকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১টায় আসামীদের উপস্থিতিতে এ দায় প্রদান করেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৭ জন আসামীরা হলো, শিবগঞ্জের গঙ্গারামপুর এলাকার আফতাব আলীর ছেলে সুইট (২৫), একই এলাকার সেতাউর রহমানের ছেলে আলাউদ্দিন ওরফে ডুবু (৫০), বক্কার আলী (৪৮), লাল মোহাম্মদ (৪৬), ইসরাইল (৪০), নামোটিকোরী এলাকার মৃত আয়েস মুন্নার ছেলে বাহার আলী (৩৫), শিবগঞ্জ পৌরসভার বাগানটুলী এলাজাট মৃত তাজউদ্দীনের ছেলে সালাউদ্দিন (৩৮)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারক পুরে ২০১৫ সালের ৩০ নভেম্বর মুকুলকে মোবারকপুরের বিএন বাজারে কুপিয়ে হত্যা করে আসামীরা। পরে তার স্বজনরা পহেলা ডিসেম্বর ২০ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। আওয়ামীলীগ নেতা মুকুল শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের টিকরী এলাকার বাসিন্দা।


আরোও অন্যান্য খবর
Paris