শনিবার

১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাগমারা গনিপুরে প্রতিবন্ধী জরিপ উপলক্ষে সভা

Reporter Name
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে প্রতিবন্ধী জরিপ অর্ন্তভূক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার গনিপুর ইউনিয়নের সমৃদ্ধি ইউনিট অফিস মাদারীগঞ্জে বেলা বারো ঘটিকায় এ উপলক্ষে এক মতবিননিময় সভার আয়োজন করা হয়। সমৃদ্ধি কর্মসূচির আওতায় এনজিও শতফুল বাংলাদেশ এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্যোসাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন এর আওতায় উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী জরিপে অন্তর্ভূক্তি সভা করা হয়।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামরুজ্জামানের সঞ্চালনায় আচিনঘাট বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু। বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা, ইপিসি রফিকুল ইসলাম প্রমুখ। সভায় শিক্ষক, মসজিদের ঈমাম, বিশেষ শ্রেণির প্রতিনিধি, সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর