প্রেস বিজ্ঞপ্তি : আজ ১ ডিসেম্বর মঙ্গলবার নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশব্যাপী এ দিনটি পালিত হবে। নিসচা রাজশাহী জেলা শাখা স্বাস্থ্য বিধি মেনে সকাল ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সচেতনতা সৃষ্টিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে। প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নিসচা রাজশাহী জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি থাকবেন নগর মাতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী নেত্রী, সমাজসেবী শাহীন আক্তার রেনী, জনাব হবিবুর রহমান, অধ্যক্ষ রাজশাহী কলেজ। সম্মানিত অতিথি থাকবেন অনির্বান চাকমা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক), রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ইউনিট ও উপদেষ্টা, নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখা, রাজশাহী।